সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নোটিশ Certificate giving ceremony Academic Convocation শেখ রাসেল পদক ২০২২ এর জন্য আবেদন আহবান স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে প্রতিষ্ঠানে উপস্থিত থাকা প্রসঙ্গে

প্রধান শিক্ষকের বাণী

জনাব ফরিদা ইয়াসমিন

প্রধান শিক্ষক

মানব জাতির উন্নতি, সমৃদ্ধি, সুস্থবোধ, বুদ্ধির বিকাশ, অগ্রগতি, শৈল্পিক অভিব্যক্তি, চেতনাশক্তি, মননশীলতা ও সুপ্ত শক্তি উন্মোচিত করে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে সুনিপুন প্রচেষ্টার ভূমিগর্ভে অবস্থিত একটি বীজকে  অঙ্কূরোদগম করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হাজী মোহাম্মদ আবদুল গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত ১১/০৬/২০২২ খ্রি: তারিখে আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সর্বময় চেষ্টা অব্যাহত রেখেছি। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও পরিচর্চার জন্য দক্ষ শিক্ষকমন্ডলী প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের এ কুঁড়ি শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রতিভার পাঁপড়ি থেকে পূর্ণাঙ্গ ফুল হয়ে প্রস্ফুটিত  হবে এ আমার শুধু প্রত্যাশাই নয় দৃঢ় বিশ্বাস। এ বিদ্যাপীঠ শুধু জ্ঞান বিতরণের ক্ষেত্ররূপে নয় জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রূপে গড়ে তোলার সৃজনক্ষেত্র। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি প্রতিষ্ঠানের অনুষ্ঠানাদি এবং শিক্ষার মান উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে যা প্রতিটি শিক্ষার্থীকে আলোক বর্তিকা হাতে দিয়ে মুক্তির পথ দেখাবে।

চারিদিকে ধ্বনিত হোক বিজয়ের জয়গান, সুখ্যাতির সুবাস ছড়িয়ে পড়ুক চারিদিক। সাফল্যের জয়টীকা হয়ে উদ্ভাসিত হোক অত্র প্রতিষ্ঠানটি এই শুভ কামনা থাকলো।