মানব জাতির উন্নতি, সমৃদ্ধি, সুস্থবোধ, বুদ্ধির বিকাশ, অগ্রগতি, শৈল্পিক অভিব্যক্তি, চেতনাশক্তি, মননশীলতা ও সুপ্ত শক্তি উন্মোচিত করে নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার শক্তিশালী মাধ্যম হলো শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে সুনিপুন প্রচেষ্টার ভূমিগর্ভে অবস্থিত একটি বীজকে অঙ্কূরোদগম করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হাজী মোহাম্মদ আবদুল গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত ১১/০৬/২০২২ খ্রি: তারিখে আমি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সর্বময় চেষ্টা অব্যাহত রেখেছি। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও পরিচর্চার জন্য দক্ষ শিক্ষকমন্ডলী প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের এ কুঁড়ি শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রতিভার পাঁপড়ি থেকে পূর্ণাঙ্গ ফুল হয়ে প্রস্ফুটিত হবে এ আমার শুধু প্রত্যাশাই নয় দৃঢ় বিশ্বাস। এ বিদ্যাপীঠ শুধু জ্ঞান বিতরণের ক্ষেত্ররূপে নয় জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল রূপে গড়ে তোলার সৃজনক্ষেত্র। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি প্রতিষ্ঠানের অনুষ্ঠানাদি এবং শিক্ষার মান উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে যা প্রতিটি শিক্ষার্থীকে আলোক বর্তিকা হাতে দিয়ে মুক্তির পথ দেখাবে।
চারিদিকে ধ্বনিত হোক বিজয়ের জয়গান, সুখ্যাতির সুবাস ছড়িয়ে পড়ুক চারিদিক। সাফল্যের জয়টীকা হয়ে উদ্ভাসিত হোক অত্র প্রতিষ্ঠানটি এই শুভ কামনা থাকলো।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সর্বাগ্রে প্রয়োজন একটি শিক্ষিত জাতি। আর এজন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, সে লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু যুগোপযোগী ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। উক্ত কর্মপরিকল্পনার অংশ হিসেবে সিক্স ইলেভেন প্রজেক্টের আওতায় ঢাকা মহানগরীতে সর্বাধুনিক ও ডিজিটালাইজড এগারোটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
রাজধানী ঢাকার অদূরে ডেমরা থানায় কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় না থাকার কারনে অত্র এলাকার পিছিয়ে পড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ডেমরা থানার বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী হাজী মোহাম্মদ আব্দুল গফুর সাহেব বিদ্যালয়টি স্থাপনের জন্য স্বপ্রনোদিতভাবে এক একর জমি প্রদান করেন। তাই তার নামানুসারে বিদ্যালয়টির নামকরন করা হয় হাজী মোহাম্মদ আবদুল গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে মানসিক প্রশন্নতার সাথে অধ্যয়ন করছে।